ঢাকা: পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবারকল্যাণ পরিদর্শিকার ১ হাজার ৮০টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে লিখিত ও মৌখিক পরীক্ষার পর মনোনয়ন প্রক্রিয়া বাতিল করার বিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
চার প্রার্থীর করা করা প্রাথমিক শুনানি শেষে সোমবার (২২ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
স্বাস্থ্যসচিব, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট চার জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া জানান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ২০২০ সালের ১০ মার্চ তারিখে প্রকাশিত পরিবারকল্যাণ পরিদর্শিকা (প্রশিক্ষণার্থী) মনোনয়ন বিজ্ঞপ্তির আলোকে আবেদকারীদের লিখিত পরীক্ষা ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি নেওয়া হয়। ১১ মে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এরপর ১৫ মে থেকে ১৮ জুন পর্যন্ত মৌখিক পরীক্ষা নেওয়া হয়। কিন্তু ১৪ জানুয়ারি এক বিজ্ঞপ্তি দিয়ে মনোনয়ন বাতিল করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষা আবার নেওয়া হবে। এর বৈধতা চ্যালেঞ্জ করে চারজন প্রার্থী হাইকোর্টে রিট করেন।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
ইএস/এমজেএফ