ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

বড়পুকুরিয়ার সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
বড়পুকুরিয়ার সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশ

ঢাকা: ড্রাইবার ও এমএলএস পদে ২০০৯ সালের সার্কুলারের পর থমকে থাকা বড়পুকুরিয়া কয়লাখনির নিয়োগ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

এ বিষয়ে আপিল বিভাগের দেওয়া রায় রিভিউ চেয়ে বড়পুকুরিয়া কয়লাখনি কর্তৃপক্ষের করা আবেদন বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চ।

আদালতে ৮৬ জন প্রার্থীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। কয়লাখনির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাছুম।

পরে অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক বলেন, ড্রাইভার, এমএলএস পদে নিয়োগের জন্য ২০০৯ সালের একটা সার্কুলারে রিটকারী এই ৮৬ জন আবেদন করেন। কিছু আছে বড় পুকুরিয়াতে আগে থেকে চুক্তি অনুসারে কাজ করছে। তাদের বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হয়েছে। পরে নিয়োগ না দেওয়ায় তারা রিট করেন। রিটের চূড়ান্ত শুনানির পর সার্কুলারের যোগ্যতা অনুসারে হাইকোর্ট নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের নির্দেশ দেন।

এর বিরুদ্ধে কর্তৃপক্ষ লিভ টু আপিল (সিপি) করেছিল, কিন্তু সেটা ডিসমিস করে দেন আপিল বিভাগ। পরে তারা রিভিউ করেছেন। যেটি আজকে খারিজ করে দিয়ে আপিল বিভাগ বলেছেন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।