ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

নারায়ণগঞ্জে ধর্ষণ-হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৪
নারায়ণগঞ্জে ধর্ষণ-হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ: জেলার সিদ্ধিরগঞ্জে পোশাক কারখানার নারী শ্রমিককে ধর্ষণের পর হত্যা মামলায় আশরাফুল নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এই রায় ঘোষণা করেন।

আসামি আশরাফুলের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে অভিযোগ প্রমাণিত হওয়ার আশরাফুলকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন আদালত।

এরআগে, ২০১৮ সালের ২৫ অক্টোবর নিজ বাসায় বালিশ চাপা দেওয়া অবস্থায় ভিকটিমের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্বজনরা। এ ঘটনার পর ভিকটিমের বড় বোনের জামাই মো. মশিউর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৪
এমআরপি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।