ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

আইন ও আদালত

অবকাশকালীন চেম্বার জজ বিচারপতি আশফাকুল ইসলাম

 স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
অবকাশকালীন চেম্বার জজ বিচারপতি আশফাকুল ইসলাম

ঢাকা: ২৪ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশকালে চেম্বার জজ হিসেবে মনোনীত হয়েছেন আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম।

এ বিষয়ে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তির ভাষ্যমতে, প্রধান বিচারপতি ২৪ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক ছুটি ও সরকারের ঘোষিত ছুটিসহ সুপ্রিম কোর্টের চলমান অবকাশকালে আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য অবকাশকালীন জজ হিসেবে বিচারপতি মো.আশফাকুল ইলসামকে মনোনীত করেছেন।

বিচারপতি মো. আশফাকুল ইসলাম ২৪,২৭,৩১ মার্চ ০৩,০৮,০৯ ও ১৫ এপ্রিল অবকাশকালীন জজ হিসেবে সকাল ১১টা থেকে শারীরিক উপস্থিতিতে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।  

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
ইএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।