ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

শিকলে বেঁধে রেখে তরুণীকে ধর্ষণ: চার আসামি রিমান্ডে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৪
শিকলে বেঁধে রেখে তরুণীকে ধর্ষণ: চার আসামি রিমান্ডে 

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় শিকলে বেঁধে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় চার আসামির তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

সোমবার (১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম এ আদেশ দেন।

 

একইসঙ্গে এ ঘটনায় জড়িত সবার নাম যেন অভিযোগপত্রে আসে তদন্ত কর্মকর্তাকে তা নিশ্চিত করার নির্দেশ দেন আদালত।  

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- সান, হিমেল, রকি ও সালমা ওরফে ঝুমুর।

এদিন আসামিদের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ফারুকুল ইসলাম।  

এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানিতে তারা বলেন, আসামি সানের সঙ্গে বাদীর প্রেমের সম্পর্ক ছিল। বিয়ে না করায় এ মামলা সৃষ্টি হয়েছে।  

এরপর আসামি সান আদালতের উদ্দেশে বলেন, আমি কিছুই জানি না। আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই। আমাকে ফাঁসানো হয়েছে।  

উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেক আসামিকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় শিকলে বেঁধে ২৫ দিন ধরে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। তরুণীর চিৎকার শুনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক ব্যক্তি কল করলে পুলিশ তাকে শিকলে বাঁধা অবস্থায় নবীনগর হাউজিংয়ের একটি বাসা থেকে উদ্ধার করে।

এরপর ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণের অভিযোগে গত ৩১ মার্চ রাতে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী তরুণী।  

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৪
কেআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।