ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুল আউয়াল আর নেই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৪
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুল আউয়াল আর নেই

ঢাকা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুল আউয়াল (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ৭টা ১৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন বলে জানিয়েছেন আপিল বিভাগের রেজিস্টার মোহাম্মদ সাইফুর রহমান।

বিচারপতি আবদুল আউয়ালের মৃত্যুতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন।

১৯৪৬ সালের ২০ আগস্ট জন্ম নেওয়া আবদুল আউয়াল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৭৩ সালের ৪ ফেব্রুয়ারি জেলা আদালতে, ১৯৭৫ সালের ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগে এবং ১৯৯৬ সালের ৪ ফেব্রুয়ারি আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি।

পরবর্তীতে ২০০২ সালের ২৯ জুলাই হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি ও ২০০৪ সালের একইদিনে স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেন। ২০১৩ সালের ১৯ আগস্ট ৬৭  বছর পূর্ণ হওয়ায় অবসরে যান তিনি।

বিচারপতি হিসেবে নিয়োগের আগে তিনি ১৯৯৮-১৯৯৯ সেশনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৪
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।