ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আশ্বিন ১৪৩১, ০৩ অক্টোবর ২০২৪, ২৯ রবিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

টাঙ্গাইলে অপহরণ-ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৪
টাঙ্গাইলে অপহরণ-ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন আদালতের রায়: প্রতীকী ছবি

টাঙ্গাইল: টাঙ্গাইলে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. কাউসার আহমেদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম সাব্বির (৩২)। তিনি ধনবাড়ী উপজেলার সিংগাটার গ্রামের হাতেম আলীর ছেলে। রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযোগ প্রমাণ না হওয়ায় এ মামলার অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারি সরকারি কৌঁসুলি মোহাম্মদ আব্দুল কদ্দুস জানান, ২০১২ সালের ৮ সেপ্টেম্বর এক স্কুলছাত্রীকে সাব্বির তাদের গ্রাম থেকে অপহরণ করেন। পরে ওই ছাত্রীর বাবা নিজে বাদী হয়ে দুইদিন পর ধনবাড়ী থানায় মামলা করেন। মামলায় সাতজনকে আসামি করা হয়। তদন্ত শেষে ধনবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সোরহাব হোসেন ২০১২ সালের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে সাব্বিরের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগ আনা হয়। এছাড়াও আরও পাঁচজনের বিরুদ্ধে সহায়তার অভিযোগ আনা হয়। মামলা চলার সময় আসামিরা জামিন পেয়ে পলাতক রয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।