ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আইন ও আদালত

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের আত্মপ্রকাশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৪
সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের আত্মপ্রকাশ

ঢাকা: সুপ্রিম কোর্টে নিয়মিত ও পেশাদার সাংবাদিকদের নিয়ে ‘সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ)’ আত্মপ্রকাশ ঘটেছে। রোববার (১৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নতুন এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

এতে সদস্যদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল-২৪ এর সিনিয়র রিপোর্টার মাসউদুর রহমান রানা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার গোলাম রব্বানী।

সহ-সভাপতি পদে ঢাকা মেইলের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম মল্লিক, যুগ্ম-সম্পাদক পদে ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান ডালিম নির্বাচিত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে সময় টিভির বিশেষ প্রতিনিধি আফজাল হোসেন, কোষাধ্যক্ষ পদে বাংলা ট্রিবিউনের বাহাউদ্দিন আল ইমরান, ম্যাগাজিন ও দপ্তর সম্পাদক হিসেবে কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার পিয়াস তালুকদার নির্বাচিত হয়েছেন।

কমিটির সদস্য হিসেবে চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না, সদস্য হিসেবে ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মো. দিদারুল আলম, কালবেলার বিশেষ প্রতিনিধি কবির হোসেন নির্বাচিত হয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন সারাবাংলার কামরুল ইসলাম ফকির, যমুনা টিভির  মহিউদ্দিন মধু, আরটিভির অধরা ইয়াসমিন, নাগরিক টিভির অলিউল ইসলাম রনি, মানবজমিনের শরীফ রুবেল, নিউজ২৪ এর তসলিমুল আলম তৌহিদ, আমাদের সময়ের তাবারুল হক, সময় টিভির মো. মাঈনুল আহসান, এনটিভির তামজিদুল ইসলাম, নিউজ২৪-এর মাহমুদুল হাসান।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।