সিলেট: আওয়ামী লীগ সরকার পতনের পর রাজনৈতিক হয়রানিরমূলক মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ৩১ নেতাকর্মীরা।
রোববার (২২ সেপ্টেম্বর) ২০১৫ সালে দায়ের করা একটি রাজনৈতিক মামলা থেকে খালাস পেয়েছেন তারা।
আসামি পক্ষের আইনজীবী টিমের সদস্য অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০১৫ সালে দেশব্যাপী বিএনপির অবরোধ আন্দোলন চলাকালে সিলেটের কোতোয়ালি থানায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে এ মামলাটি করেছিল।
খালাস পাওয়া নেতাদের মধ্যে হলেন, বিএনপি ও স্বেচ্চাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট সামছুজ্জামান জামান, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা, সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, মহানগর বিএনপি নেতা ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নাচন ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ।
রায়ের পর এক প্রতিক্রিয়ায় বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা বলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের আমলে বিচার বিভাগ থেকে অনেক অবিচার হয়েছে। পুলিশের এ মিথ্যা মামলায় দীর্ঘ ৯ বছরের এ হয়রানির দায় কে নেবে? বিচার বিভাগ থেকে যেন আর কোনো অবিচার না হয়।
তারা বলেন, নতুন প্রজন্ম আর কথার ফুলঝুরি শুনতে চায় না তাই নতুন ধারার রাজনীতি ও সরকার প্রতিষ্ঠার লড়াই জারি রাখতে হবে। কেউ হাজার হাজার কোটি টাকা পাচার করে দেবে আর কেউ দুই বেলা খেতে পারবে না এ বৈষম্যের রাজনীতি বিএনপি আর চলতে দেবে না। প্রত্যেকে তার সামর্থ অনুযায়ী ব্যবসা করবে ও মেধার ভিত্তিতে চাকরি করবে সেরকক একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করাটাই আমাদের লক্ষ্য। জাতীয় সংসদকে একটি প্রকৃত জবাবদিহিমূলক সংসদ হিসেবে গড়ে তুলতে হবে। একটি গণতান্ত্রিক, সাম্য ও মানবিক মর্যাদার বাংলাদেশ গড়ে তুলতে পারলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্ত এবং আত্মত্যাগ প্রকৃত মর্যাদা পাবে।
বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
এনইউ/জেএইচ