ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

আইন ও আদালত

হাইকোর্টের যে বেঞ্চে মামলার আবেদন অনলাইনে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
হাইকোর্টের যে বেঞ্চে মামলার আবেদন অনলাইনে

ঢাকা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চে কাগজমুক্ত করার পদক্ষেপ হিসেবে অনলাইনে মামলার আবেদন,কাগজপত্র ও ডকুমেন্ট আপলোড করা শুরু হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) বিচারপতি আহমেদ সোহেলের একক কোম্পানি বেঞ্চে এ কার্যক্রম শুরু হয়।

এদিন আইনজীবীদের উদ্দেশে বিচারপতি আহমেদ সোহেল অনলাইনে মামলা ফাইল করার পরামর্শ দেন। তিনি আইনজীবীদের বলেন, সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ বিষয়ে একটি ভিডিও দেওয়া আছে। এতে কীভাবে ফাইল করতে হবে তা বলা হয়েছে। আস্তে আস্তে এতে অভ্যস্ত হয়ে যান।

বিচারপতি আহমেদ সোহেল আরও বলেন, প্রথম প্রথম ঝামেলা মনে হলেও পরে আইনজীবীরা এতে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন।

এক পর্যায়ে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহসিনা খান লাকিকে উদ্দেশে আদালতে বলেন, লার্নেড ডিএজি, এখন তো সব অনলাইন, আমরা নতুন যুগে প্রবেশ করলাম।

রোববার অনলাইনে একটি মামলার আবেদনকারী পক্ষের আইনজীবী মোহাম্মদ জামিল খান বলেন, সংশ্লিষ্ট সেকশন থেকে প্রথমে একটি পাসওয়ার্ড নিতে হবে। এরপর নিজের একটি আইডি খুলতে হবে। কোনো মামলা ফাইল করার সময় আবেদনের অংশটি পিডিএফ করে নিজের আইডি দিয়ে সংশ্লিষ্ট সেকশনে ঢুকে আপলোড করতে হবে। এরপর ওই পাতার প্রিন্ট কপি নিয়ে আবেদনের অন্যান্য কাগজসহ এফিডেভিট করতে হবে। পরে সেই এফিডেভিট করার ফাইল নিয়ে সংশ্লিষ্ট কোর্টে শুনানি করতে হবে। শুনানি এখন এজলাসে হবে। পরে অনলাইনে করার ব্যবস্থা হলে করা যাবে বলেও তিনি বলেন।

এ বিষয়ে গত ৩১ ডিসেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারপতি আহমেদ সোহেলের একক বেঞ্চে শুনানির জন্য নির্ধারিত ১৯৯৩ ও ১৯৯৪ সনের কোম্পানি আইনের সংশ্লিষ্ট ধারামতে আবেদনপত্র ও সংশ্লিষ্ট কাগজপত্র গ্রহণ অনলাইনে জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এর জন্য সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের ই ফাইলিং অংশে মামলার তথ্য প্রদান ও ডকুমেন্ট আপলোড করার অনুরোধ করা হলো।   

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৫
ইএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।