ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ময়মনসিংহে বিনামূল্যে আইনি পরামর্শে অ্যালাকের যাত্রা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
ময়মনসিংহে বিনামূল্যে আইনি পরামর্শে অ্যালাকের যাত্রা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহে বিনামূল্যে আইনি পরামর্শ দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত অ্যাডভোকেসি অ্যান্ড লিগ্যাল অ্যাডভাইস সেন্টারের (অ্যালাক) যাত্রা শুরু হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ কার্যসূচনা অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ ড. মোহাম্মদ আমির উদ্দিন।

সচেতন নাগরিক কমিটি (সনাক) ময়মনসিংহ সদর শাখার সভাপতি শরীফুজ্জামান পরাগের সভাপতিত্বে মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী জজ ও জেলার লিগ্যাল এইড অফিসার সুপ্রিয়া রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি বাঁধন কুমার গোস্বামী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল হক, অ্যাডভোকেসি অ্যান্ড লিগ্যাল অ্যাডভাইস সেন্টারের (অ্যালাক) ময়মনসিংহের আহ্বায়ক অ্যাডভোকেট এ.এইচ.হাবিব খান, মহিলা পরিষদ ময়মনসিংহের সভাপতি ফেরদৌস আরা মাহমুদা হেলেন।

ময়মনসিংহের বিজ্ঞ জেলা ও দায়রা জজ ড. মোহাম্মদ আমির উদ্দিন বলেন, ময়মনসিংহের সব পাবলিক সেক্টরে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। যেকোনো দুর্নীতি মোকাবিলায় পাবলিকের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। অ্যালাককে মাঠ পর্যায়ে নিয়ে যেতে টিআইবিকে উদ্যোগ নিতে হবে।  

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
এমএএএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।