ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

কুষ্টিয়ায় ২ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
কুষ্টিয়ায় ২ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

কুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম এলাকায় দুই মাদক ব্যবসায়ীকে ভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোদেজা খাতুন এ আদেশ দেন।

 

দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- সদর উপজেলার উজানগ্রাম এলাকার মহির উদ্দিন (৫০) ও বৈদ্যনাথপুর এলাকার হোসেন (৪৫)।  

আদালত সূত্র জানান, বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান ও উপপরিদর্শক (এসআই) তারেক আহমেদের নেতৃত্বে মাদক ব্যবসায়ী মহির উদ্দিনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় গাঁজা বেচা-কেনার সময় ওই দু’জনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক মহির উদ্দিনকে এক বছরের ও আনোয়ার হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।