ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

গাইবান্ধায় ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
গাইবান্ধায় ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন  

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক কিশোরীকে (১৫) ধর্ষণের দায়ে মোশারফ হোসেন (৩৯) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।  

একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

 

সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে আসামির উপস্থিতিতে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রত্নেশ্বর ভট্টাচার্য এ রায় দেন।  

দণ্ডাদেশপ্রাপ্ত মোশাররফ হোসেন জেলার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ী গ্রামের ছামছুল হক মাস্টারের ছেলে।  

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মহিবুল হক সরকার মোহন বাংলানিউজকে জানান, ২০০৮ সালের ১৬ অক্টোবর রাতে মোশারফ এক কিশোরীকে ধর্ষণ করেন। পরে এ ঘটনায় নির্যাতিত কিশোরীর বাবা বাদী হয়ে মোশারফকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি পিটিশন মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে সুন্দরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশারফকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।  

দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার এ রায় দেন বিচারক।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।