ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

খুলনায় নবীন আইনজীবীদের সনদ বিতরণ

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৬
 খুলনায় নবীন আইনজীবীদের সনদ বিতরণ

খুলনা: বাংলাদেশ বার কাউন্সিল আয়োজিত খুলনাঞ্চলের আইনজীবী সমিতির নবীন আইনজীবীদের প্রশিক্ষণ কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  
শনিবার (১ অক্টোবর) দিনব্যাপী খুলনার সিএসএস আভা সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের হাউজ কমিটির চেয়ারম্যান পারভেজ আলম খান।
বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান কাজী মো. নজিবুল্লাহ হিরুর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ বার কাউন্সিলের সিনিয়র আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম।
প্রশিক্ষণ কর্মশালায় খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুর ও পাইকগাছা আইনজীবী সমিতির প্রায় তিন শতাধিক নবীন আইনজীবী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট সফিউল আলম সুজন ও অ্যাডভোকেট নাজিয়া আহমেদ বর্ণা।
প্রধান অতিথির বক্তৃতায় আবদুল বাসেত মজুমদার বলেন, আইনজীবী পেশা মেধাবীদের পেশা। নিষ্ঠা ও সততার সঙ্গে আইনজীবীদের পেশায় নিয়োজিত থাকতে হবে। বিচারপ্রার্থীদের সঠিক বিচারপ্রাপ্তিতে কোর্ট অফিসার হিসেবে বিজ্ঞ বিচারকদের সহায়তার জন্যে একজন আইনজীবীকে দক্ষ হয়ে গড়ে উঠতে প্রশিক্ষণের বিকল্প নেই।
এ প্রশিক্ষণ কর্মশালা আইনজীবীদের পেশায় দক্ষ করে গড়ে তুলবে বলে বাংলাদেশ বার কাউন্সিল মনে করে। আগামীতেও আইনজীবীদের মান উন্নয়নে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৬
এমআরএম/এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।