ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

পিরোজপুরে ৩ ক্লিনিককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
পিরোজপুরে ৩ ক্লিনিককে জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পিরোজপুর শহরের তিনটি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন এ আদেশ দেন।

পিরোজপুর: পিরোজপুর শহরের তিনটি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন এ আদেশ দেন।

র‌্যাব-৮ এর ডিএডি আমজাদ হোসেন বাংলানিউজকে জানান, সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নের্তৃত্বে র‌্যাব-৮ এর সদস্যরা পিরোজপুর শহরের সার্জিকেয়ার ক্লিনিক, আইডিয়াল ক্লিনিক অ্যান্ড নাসিং হোম এবং নিউ সুন্দরবন ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে অভিযান চালায়।

এ সময় ক্লিনিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও ওটি রুম (অপারেশন থিয়েটার) অপরিষ্কার থাকায় প্রত্যেক ক্লিনিককে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমান করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।