ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আইন ও আদালত

যশোর-খুলনার ২ উপজেলায় মুক্তিযোদ্ধা বাছাই কমিটি স্থগিত 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
যশোর-খুলনার ২ উপজেলায় মুক্তিযোদ্ধা বাছাই কমিটি স্থগিত 

ঢাকা: মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে গঠিত যশোর ও খুলনার দুই উপজেলা কমিটি ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। উপজেলা দু’টি হলো, যশোরের চৌগাছা ও খুলনার ডুমুরিয়া।

রোববার (০৫ ফেব্রুয়ারি) পৃথক দুই রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দিয়েছেন।  
 
একইসঙ্গে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের জন্য এ দুই উপজেলায় গঠিত কমিটি কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।

 
 
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, আইনসচিব, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
 
আদালতে রিট দু’টির পক্ষে ছিলেন আইনজীবী এম হুমায়ূন কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
 
পরে হুমায়ূন কবির সাংবাদিকদের বলেন, দুই উপজেলায় গঠিত কমিটিতে থাকা সভাপতি অন্য উপজেলার মুক্তিযোদ্ধা হিসেবে তালিকায় রয়েছেন। অথচ কমিটির নির্দেশিকায় বলা হয়েছে, মনোনীত সভাপতি বা সদস্য অবশ্যই সংশ্লিষ্ট উপজেলার মুক্তিযোদ্ধা হতে হবে।  

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ফেব্রয়ারি ০৫, ২০১৭ 
জেপি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।