ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সাংবাদিক শিমুল হত্যা মামলায় নাসিরের জামিন স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, মে ২, ২০১৭
সাংবাদিক শিমুল হত্যা মামলায় নাসিরের জামিন স্থগিত

ঢাকা: দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার আসামি বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা এম নাসিরকে হাইকোর্টের দেওয়া জামিনাদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (০২ মে ) অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত আট সপ্তাহের স্থগিতাদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

এর আগে গত ১৩ এপ্রিল হাইকোর্টের একটি বেঞ্চ নাসিরকে অন্তবর্তীকালীন জামিন দেন।

গত ২ ফেব্রুয়ারি শাহজাদপুরে ছাত্রলীগ কর্মীদের সঙ্গে মেয়রের পক্ষের সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় খবর সংগ্রহে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান সাংবাদিক আব্দুল হাকিম শিমুল।

এ ঘটনায় তার স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরুসহ ১৮ জনকে আসামি করে মামলা করেন।    

মামলার প্রধান আসামি সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরু কারাগারে আছেন।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, মে ০২,২০১৭
ইএস/আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।