ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

গাংনীতে ২ হোটেলে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, মে ৭, ২০১৭
গাংনীতে ২ হোটেলে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলা শহরের দু’টি হোটেলে অভিযান চালিয়ে ৮ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৭ মে)  বিকেল ৩টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম জামাল আহমেদ এ জরিমানা ‍আদায় করেন।

গাংনী হাট-বাজার এলাকার আল আমিন মিষ্টান্ন অ্যান্ড জিলাপী ’র মালিক রবিউল ইসলামকে ৫ হাজার ও ঝন্টু হোটেলের মালিক ঝন্টু মিয়াকে তিন হাজার টাকা অর্থদণ্ড করেন আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জামাল আহমেদ বাংলানিউজকে জানান, হোটেলে নোংরা পরিবেশে খাবার বিতরণ, সংরক্ষণ ও পরিবেশের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ৩০০৯ এর ৫৩ ধারায় তাদের এ অর্থদণ্ড দেয়া হয়।

এসময় গাংনী থানার উপ পরিদর্শক (এসআই) সুজিদ চন্দ্র দে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, মে ০৭, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।