ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

হত্যার দায়ে খালেদার ফটোগ্রাফার নূরুসহ ২৭ জনের যাবজ্জীবন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, মে ৯, ২০১৭
হত্যার দায়ে খালেদার ফটোগ্রাফার নূরুসহ ২৭ জনের যাবজ্জীবন

ঢাকা: ময়মনসিংহের হারুন-অর রশিদ হত্যার দায়ে বিএনপি নেতা আলহাজ মোসাদ্দেক আলী ফালুর ভাই ও খালেদা জিয়ার ব্যক্তিগত ফটোগ্রাফার নূর উদ্দিন আহমদ নূরুসহ ২৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ঢাকার ট্রাইব্যুনাল।

১৯৯০ সালে ফ্রিডম পার্টির হামলায় নিহত হন হারুন-অর রশিদ। মামলা দায়েরের ২৭ বছর পর এ রায় ঘোষণা করা হলো।

মঙ্গলবার (০৯ মে) ঢাকার ২ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মমতাজ বেগম এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় ২৭ আসামির মধ্যে নূর উদ্দিন আহমদ নূরুসহ ৩ জন আদালতে উপস্থিত ছিলেন। অন্য দু’জন হচ্ছেন- আব্দুর রশিদ ও আশরাফুল হক। তাদেরকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বাকি ২৪ আসামি পলাতক।

দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিরা হলেন- ওমর ফারুক, লিংকন, জালাল, শামিম, রহিম, শামছুল ইসলাম, আবুল হোসেন, ফারুক আহমেদ, আকবর হোসেন, এরফান, সোলায়মান, জাহিদ, সাফায়াত, গোলাম রব, শিশির চৌধুরী, অ্যাপোলো, আসলাম, ইলিয়াস, হিরু, লিয়াকত, কাঞ্চন মিয়া, আশরাফ, আনিছুর রহমান ও আবু তাহের।

১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারি ময়মনসিংহের পূরবী সিনেমা হল মোড়ে ফ্রিডম পার্টির হামলায় নিহত হন পথচারী হারুন। পরদিন নিহতের বোন জামাই মোশারফ হোসেন ময়মনসিংহের কোতোয়ালি থানায় হত্যা মামলাটি দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মে ০৯, ২০১৭
এজেডএস/এমআই/এসআরএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।