জামায়াত নেতা সাঈদীর রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন খারিজের রায়ের প্রতিক্রিয়ায় সোমবার (১৫ মে) এমন মন্তব্য করেন তিনি।
সকালে দেওয়া রায়ে সাঈদীর আমৃত্যু কারাদণ্ড বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির রায় পুনর্বহাল চেয়ে রাষ্ট্রপক্ষ আর সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায়ে দেওয়া আমৃত্যু কারাদণ্ড থেকে খালাস চেয়ে রিভিউ আবেদন জানিয়েছিলেন সাঈদী। ওই দুই আবেদনের শুনানি একসঙ্গে নেওয়া হয়।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ‘যাই হোক, সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছেন, তা সবার জন্য শিরোধার্য। তবে আমার মনে একটা ব্যথা রয়ে যাবে। সাঈদীর মতো একটা লোক, তার যে দণ্ড পাওয়া উচিত ছিলো, সে দণ্ডটি তিনি পেলেন না’।
প্রসিকিউশনের ওপর দোষ চাপিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এ ব্যাপারে আদালতের ওপর দোষ দেওয়া যাবে না। প্রসিকিউশনের যেভাবে তথ্য-উপাত্ত উপস্থাপন করার দরকার ছিলো, সেটি করা হয়নি বলে আজকে আমরা ফাঁসির আদেশ পেলাম না’।
আদালতের রায় মান্য উল্লেখ করে মাহবুবে আলম বলেন, ‘প্রতিটি ব্যক্তির একটি ব্যক্তিগত আবেগ আছে। চিরদিনের জন্য একটি দুঃখ আমার রয়ে যাবে, যুদ্ধাপরাধী যে কয়েকজনের ফাঁসি হয়েছে, সাঈদী হলেন তাদের শিরোমনি। সবচেয়ে বেশি ধূর্ত। সবচেয়ে বেশি আমাদের দেশের ও মানব সভ্যতার জন্য ক্ষতিকারক। অথচ সে লোকটার ফাঁসি হলো না। এটা আমার দুঃখ। আদালতের ওপর দোষ দিচ্ছি না’।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মে ১৫, ২০১৭
ইএস/এএসআর