সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বদলি করা হয়েছে এসব জেলা জজকে।
চুরির অপবাদে মধ্যযুগীয় কায়দায় সিলেটের সবজি বিক্রেতা শিশু সামিউল আলম রাজনকে হত্যা করা হয়।
বিচারক আকবর হোসেন মৃধা সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসকে হত্যার চেষ্টার দায়ে ছাত্রলীগ নেতা বদরুল আলমকে যাবজ্জীবন কারাদণ্ডসহ বিভিন্ন আলোচিত রায় দিয়েছেন।
এ বিচারককে গত ০৬ জুন নোয়াখালী জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হয়েছে।
এদিকে সিলেট জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হয়েছে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল, ঢাকার সদস্য (জেলা জজ) মো. গোলাম মর্তুজা মজুমদারকে।
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের রায় প্রদানকারী জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনকে বরিশালের জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হয়েছে। বরিশালের জেলা ও দায়রা জজ মো. আনোয়ারুল হককে পিআরএলে যাওয়ার সুবিধার্থে বর্তমান কর্মস্থল থেকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
অন্যদিকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার (জেলা জজ) হোসনে আরা আকতারকে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হয়েছে।
প্রধান বিচারপতির অভিপ্রায় অনুসারে ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ ই এম ইসমাইল হোসেনকে স্পেশাল অফিসার পদে প্রেষণে নিয়োগের উদ্দেশ্যে তার অধীনে ন্যস্ত করা হয়।
এছাড়াও হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম হুমায়ুন কবীরকে নাটোরের যুগ্ম জেলা ও দায়রা জজ, নাটোরের যুগ্ম জেলা ও দায়রা জজ ইসরাত জাহান মুন্নীকে পাবনার যুগ্ম জেলা ও দায়রা জজ, যশোরের যুগ্ম জেলা ও দায়রা জজ এস এম নুরুল ইসলামকে ঝালকাঠির যুগ্ম জেলা ও দায়রা জজ এবং পাবনার যুগ্ম জেলা ও দায়রা জজ বিশ্বনাথ মণ্ডলকে দিনাজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে।
এদিকে একইদিন অবসরোত্তর ছুটিতে গেছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ মো. এনামুল বারী।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুন ১১, ২০১৭
ইএস/এএসআর