একইসঙ্গে তাদের প্রতি আদালত অবমাননার রুলও জারি করা হয়েছে।
সোমবার (১৯ জুন) স্বতঃপ্রণোদিত বিচারপতি মো. নজরুল ইসলাম তালকুদার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
পাঁচ আইনজীবী হলেন- নূরে ই আলম উজ্জ্বল, বিল্লাহ হোসেন লিজেন পাটোয়ারী, মাহমুদ, মতিলাল বেপারি ও মোহাম্মদ আলী।
রুলে কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে না- দশদিনের তার জবাব দিতে বলা হয়েছে।
আদালতের আদেশে বলা হয়, ২৪ নম্বর কক্ষে (এনেক্স) কিছু সংখ্যক আইনজীবী চিৎকার শুরু করেন, যা এ আদালতের কার্যক্রমকে বাধাগ্রস্ত করে। এরপর চার আইনজীবী ডায়াসে চলে এসে রফিকুল ইসলাম নামের বেঞ্চ কর্মকর্তার ওপর চড়াও হন, তার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন এবং আদালতের মামলার নথিপত্র তছনছ করেন।
তাদের অজুহাত, তালিকাভুক্ত না হওয়া মোশনের (আবেদন) শুনানি হয়নি। আইনজীবী মোহাম্মদ আলীসহ অন্য কিছু আইনজীবী ডায়াসের পাশে দাড়িয়ে এ সব কর্মকাণ্ডে উৎসাহ দেন।
বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
ইএস/এএসআর