এ মামলার ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ সোমবার (২৪ জুলাই) এ রায় দেন।
আদালতে আসামিপক্ষে ছিলেন মো. নাসির উদ্দিন।
২০০৫ সালে ১৭ আগস্ট দেশজুড়ে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। শরীয়তপুরের জেলা প্রশাসকের কার্যালয়, আদালত প্রাঙ্গণ, ডাকবাংলোর সামনে ও পালং বাজারে সারাদেশের মতো একযোগে বোমা হামলা চালানো হয়। এ ঘটনায় করা মামলায় ২০১৩ সালের ২৮ জানুয়ারি কামরুজ্জামান ওরফে স্বপন ও মালেক বেপারি ওরফে মালেক জেহাদীকে মৃত্যুদণ্ড দেন শরীয়তপুরের বিচারিক আদালত।
পরবর্তীতে ডেথ রেফারেন্স অনুমোদনের জন্য মামলাটি হাইকোর্টে আসে। পাশাপাশি হাইকোর্টে আপিল করেন মৃত্যুদণ্ডপ্রাপ্তরা।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
ইএস/জেডএস/এএসআর