রোববার (৮ অক্টোবর) মামলা দুটি অধিকতর শুনানির জন্য দিন ধার্য ছিলো। কিন্তু মান্নান খানের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান অন্য মামলায় ব্যস্ত থাকায় শুনানির জন্য সময়ের আবেদন করা হয়।
শুনানি শেষে ঢাকা তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েস সময়ের আবেদন মঞ্জুর করে আগামি ৫ নভেম্বর অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য নতুন করে দিন ধার্য করেন। এ সময় মান্নান খান ও তার স্ত্রী আদালতে উপস্থিত ছিলেন।
২০১৪ সালের ২১ আগস্ট আবদুল মান্নান খান ও ২১ অক্টোবর হাসিনা সুলতানার বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।
মামলার এজাহারে হাসিনা সুলতানার বিরুদ্ধে ৩ কোটি ৪৫ লাখ ৫৩ হাজার টাকা অবৈধ সম্পদ অর্জন ও অভিযোগ আনা হয়েছে। এছাড়া ১ কোটি ৮৬ লাখ টাকার সম্পদ গোপনের অভিযোগ আনা হয়েছে।
আবদুল মান্নান খানের বিরুদ্ধে ৭৫ লাখ ৪ হাজার টাকা আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৭
এমআই/বিএস