এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (৩১ অক্টোবর) বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, চারুকলা অনুষদের ডিনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
একই সঙ্গে জড়িতের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা ৩০ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রতিবেদন দাখিল করতে বলেছেন হাইকোর্ট।
রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী। সঙ্গে ছিলেন আইনজীবী সোনিয়া পারভীন, বিথি রায়, সমীর মজুমদার।
আদালতে রিট আবেদনটি দায়ের করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও সুপ্রিম কোর্টের আইনজীবী রফিক আহমেদ সীরাজী।
পরে অ্যাডভোকেট সমীর এক বিজ্ঞপ্তিতে আদেশের কথা উল্লেখ করে জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে গত ২৫ অক্টোবর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় ‘মুসলমান রোহিঙ্গাদের উপর মায়ানমারের সেনাবাহিনী ও বৌদ্ধ ধর্মালম্বীরা সশ্বস্ত্র হামলা চালায় কত তারিখে? এবং ‘পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নাম কি? ক. পবিত্র কোরআন, খ. পবিত্র বাইবেল, গ. পবিত্র ইঞ্জিল, ঘ. গীতা’ এ প্রশ্ন করা হয়।
পরবর্তী আদেশের জন্য আদালত ডিসেম্বর দিন ধার্য করেছেন বলে জানান সমীর মজুমদার।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
ইএস/এসএইচ