ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

কিশোরগঞ্জে বেশি দামে মিষ্টি বিক্রি করায় জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, মে ২৮, ২০১৮
কিশোরগঞ্জে বেশি দামে মিষ্টি বিক্রি করায় জরিমানা গোপাল মিষ্টির দোকানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি বাংলানিউজ

কিশোরগঞ্জ: মূল্য তালিকার চেয়ে বেশি দামে মিষ্টান্ন বিক্রি করায় কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গ বাজারের মদন
গোপাল মিষ্টির দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ মে) দুপুরে কিশোরগঞ্জের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ এ অর্থদণ্ড দেন।

 

সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ বাংলানিউজকে বলেন, পুরনো ও সুপ্রসিদ্ধ হওয়ায় একচেটিয়া মুনাফা অর্জন করে আসছে মদন গোপাল মিষ্টির দোকানটি।

এ মিষ্টির দোকানে বেশি দামে মিষ্টি জাতীয় খাবার বিক্রি হয়। এমন অভিযোগ পেয়ে দুপুরে ক্রেতা বেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর তমাল ও মনোয়ার আহাদকে ওই দোকানে পাঠানো হয়। এসময় তাদের কাছে প্রতিটি খাবারের দাম মূল্য তালিকার চেয়ে ৪০ টাকা করে বেশি করে চাওয়া হয়। এতে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মিষ্টির দোকানটির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, একই ভ্রাম্যমাণ আদালত জেলা শহরের বড় বাজারেও অভিযান চালিয়ে বিভিন্ন পণ্যে পাটের মোড়ক
ব্যবহার না করায় পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, মে ২৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।