ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

খাগড়াছড়িতে যুবকের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮
খাগড়াছড়িতে যুবকের যাবজ্জীবন মো. শহীদুল ইসলাম

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে এক নারীকে হত্যা ঘটনায় মো. শহীদুল ইসলাম নামে এক যুবককে (৩১) যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। 
 

মঙ্গলবার (২৪ জুলাই) বিকেলে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ-এর বিচারক রত্নেশ্বর ভট্রাচার্য্য এই রায় ঘোষণা করেন। এসময় আসামী শহীদুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।

শহীদুল খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মধ্য বোয়ালখালী এলাকার জালালউদ্দিনের ছেলে।

২০১৬ সালের ৫ জানুয়ারি খাগড়াছড়ির দীঘিনালা বাস স্টেশন এলাকায় জৈনক তরুণ কান্তির ভবনে ফেরদৌসি আক্তার (৩১) নামে এক নারীকে গলা টিপে হত্যা করা হয়। ঘটনার একদিন পর ফেরদৌসির বাবা আব্দুল কাদের বাদী হয়ে দীঘিনালা থানায় মামলা করেন। পরে একই বছর ৭ ডিসেম্বর আসামীকে আটক করে পুলিশ।

১৬৪ ধারায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে জবানবন্দি নেওয়ার সময় ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন শহীদুল। অবশেষে ১২ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া শেষে আদালত ২ বছর ৫ মাস পর এই রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮
এডি/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।