ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সিলেট বিএনপির ৫০ নেতা-কর্মীর জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮
সিলেট বিএনপির ৫০ নেতা-কর্মীর জামিন

ঢাকা: দুই কর্মীকে ছাড়িয়ে আনতে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) এর কার্যালয়ের সামনে দলীয় নেতা-কর্মীদের নিয়ে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরীর অবস্থান কর্মসূচি পালনের ঘটনায় পুলিশের করা মামলায় ৫০ জনকে ৮ আগস্ট পর্যন্ত জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৪ জুলাই) বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।

সঙ্গে ছিলেন আব্দুল হালিম কাফি।

পরে আব্দুল হালিম কাফি বলেন, গত শনিবার দুই কর্মীকে ছাড়িয়ে আনতে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) এর কার্যালয়ের সামনে দলীয় নেতা-কর্মীদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী। এ ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে শাহপরাণ থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে।

এ মামলায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এমএ হক, খন্দকার আবদুল মুক্তাদির, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, নগর বিএনপির সহ-সভাপতি সালেহ আহমদ খসরু, জেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব ফয়সল, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর শাহীন, সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলার সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরীসহ ৫০ জনকে ৮ আগস্ট পর্যন্ত জামিন হাইকোর্ট জামিন দিয়েছেন বলে জানান আব্দুল হালিম কাফি।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮
ইএস/এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।