ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

অপহরণ মামলায় সুরেশ সরিষার তেলের মালিক কারাগারে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৮
অপহরণ মামলায় সুরেশ সরিষার তেলের মালিক কারাগারে

ঢাকা: রাজধানীর নিউমার্কেট থানার অপহরণ চেষ্টার এক মামলায় সুরেশ ব্র্যান্ডের সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান অন্নপূর্ণা ওয়েল মিলসের মালিক সুধীর চন্দ্র সাহাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৬ আগস্ট) সুধীর তার আইনজীবীর মাধ্যমে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

শুনানি শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক মো. সাইফুজ্জামান হিরো জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

গত ১০ জুলাই সুধীর হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষে তাকে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছিল।

গত ১২ জুন জনৈক সৈকত পাল নিউমার্কেট থানায় অপহরণ চেষ্টার অভিযোগে মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, ওইদিন রাত পৌনে ১০টায় আসামি অনিক দাস বাপ্পি তাকে মোবাইল ফোনে নিউমার্কেটের ১ নম্বর গেটে ডেকে নেন। বাদী সেখানে গেলে আসামি অনিকসহ ৮/১০ জন আসামি তাকে মাইক্রোবাসে জোর করে তুলে অপহরণের চেষ্টা করে। রাস্তায় জ্যাম থাকার সুযোগ নিয়ে বাদী চিৎকার দিলে আসামিরা পালিয়ে যায়। বাদী নিউমার্কেট থানায় মামলা করার পর তদন্তে সৈকত সাহা নামে এক আসামিকে গ্রেফতার করা হয়।  

আসামি সৈকত অপহরণ চেষ্টার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে সৈকত অপহরণের পরিকল্পনাকারী হিসেবে আসামি সুধীর ও জনৈক ঠাকুর দাস সাহার নাম বলেন।

বাদীপক্ষের আইনজীবী মিজানুর রহমান মামুন জামিনের বিরোধিতা করেন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৮
এমআই/আরআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।