রোববার (০৬ অক্টোবর) রাজধানীর পরীবাগে বাংলাদেশ বার কাউন্সিলের অস্থায়ী কার্যালয়ের সামনে শিক্ষার্থীরা এ মানববন্ধন করে।
মানববন্ধনে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়গুলো অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করায় ওইসব শিক্ষার্থীদের বার কাউন্সিলে রেজিস্ট্রেশন এবং ফরম পূরণ করতে পারছে না।
২০১৪ সালে আইন বিভাগের শিক্ষার্থীদের শিক্ষার মান নিয়ে প্রশ্ন তোলে বার কাউন্সিল। আইন বিষয়ের প্রতি অতিরিক্ত চাহিদার কারণে এবং শিক্ষার মান ধরে রাখতে ইউজিসি আইন বিভাগের প্রতি সেমিস্টারে ৫০ শিক্ষার্থী ভর্তি না করার বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে চিঠি দেয়।
পরবর্তীতে ২০১৭ সালে ১২ এপ্রিল এ বিষয়ে উচ্চ আদালত রায় দেন। তারপরও কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করিয়েছে বলে অভিযোগ রয়েছে। এ কারণে আজ এসব শিক্ষার্থীরা ভুক্তভোগী।
ভুক্তভোগীরা বলেছেন, এসব বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী চরম বিপাকে পড়েছেন। পাস করেও বার কাউন্সিলে অন্তর্ভুক্তির পরীক্ষার ফরম পূরণ ও রেজিস্ট্রেশন করতে পারছেন না। এ সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
ইএস/এমএ