ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৯
চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন  দণ্ডপ্রাপ্ত আসামি। ছবি: বাংলানিউজ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সুজন মিয়াকে (২৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

সোমবার (৭ অক্টোবর) বিকেলে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহা. রবিউল ইসলাম এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত সুজন একই উপজেলার পাথিলা গোরস্থানপাড়ার রেজাউল করিমের ছেলে।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২৫ অক্টোবর জীবননগর পোস্ট অফিসপাড়ার ভাড়া বাসা পরিবর্তন ও পারিবারিক কলহ নিয়ে সুজনের সঙ্গে রুনার বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সুজন রুনাকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।

এ ঘটনায় নিহত রুনার বাবা বদর উদ্দীন মণ্ডল বাদী হয়ে ওইদিনই জীবননগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা জীবননগর থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল আলম ঘটনার তদন্ত শেষে চলতি বছরের ২১ জানুয়ারি একমাত্র আসামি সুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত এ মামলায় মোট ২১ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য ও যুক্তিতর্ক গ্রহণ শেষে সুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।  

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।