এ বিষয়ে সোমবার (৭ অক্টোবর) আদেশ দেওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আগামী ২৫ নভেম্বর দিন ধার্য করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ।
গত ১৯ সেপ্টেম্বর যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি বাদী হয়ে একই আদালতে মামলার আবেদনটি করেন।
আবেদনের বিষয়ে মহির আইনজীবী ফিরোজুর রহমান মন্টু বলেছিলেন, টেলিভিশন চ্যানেল ডিবিসির টক শোতে শামসুজ্জামান দুদু বলেছেন, ‘শেখ মুজিব যেভাবে বিদায় নিয়েছেন, শেখ হাসিনাকেও সেভাবেই বিদায় নিতে হবে’। এই বক্তব্যের মাধ্যমে দুদু প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন। প্রধানমন্ত্রীকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। এই বক্তব্যও হত্যাচেষ্টার শামিল। তাই আমরা দণ্ডবিধির ৩০৭ ও ৫০৬ ধারায় মামলার আবেদন করেছি।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৯
কেআই/ওএইচ/