বুধবার (০৯ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
এ এম আমিন উদ্দিন সংবাদ সম্মেলনে বলেন, আমি মনে করি দুষ্কৃতিকারীদের দল নেই।
‘আবরার একজন মেধাবী শিক্ষার্থী। তাকে যারা নির্মমভাবে হত্যা করেছে তারাও মেধাবী। এভাবে পিটিয়ে যারা হত্যা করে, তারা মেধাবী ছাত্র হলেও তারা মানুষ না। কারণ কোনো মানুষ নির্মমভাবে কাউকে পিটিয়ে হত্যা করতে পারে না। এই হত্যার তীব্র নিন্দা জানানোর জন্য আপনাদের সামনে এসেছি। ’
অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন আরও বলেন, এই ঘটনায় যারা দায়ী তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আমরা চাই দ্রুতবিচার ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের বিচার দ্রুত সম্পন্ন করে শাস্তি নিশ্চিত করার জন্য। প্রধানমন্ত্রী বলেছেন, ‘হত্যাকারীদের বিচার হবে। তাই আসুন অপরাধীদের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলি। এই হত্যাকাণ্ডের বিচার নিয়ে যেন কোনো রাজনীতি না হয় সেদিকে সবার খেয়াল রাখতে হবে, এই আহ্বান জানাই সবার কাছে।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির বর্তমান সহ-সভাপতি মো. জসিম উদ্দিন ও সদস্য মো. শামীম সরদার এবং সাবেক সম্পাদক ড. বশির আহম্মেদ ও মমতাজ উদ্দিন আহম্মেদ মেহেদী, আজহার উল্লাহ ভুইয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
ইএস/জেডএস