বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এই আদেশ দেন।
বুধবার (৩০ অক্টোবর) দিনগত রাত ৩টায় পুলিশ বাদী হয়ে আবু সাঈদের বিরুদ্ধে রূপনগর থানায় নরহত্যার অভিযোগে মামলা দায়ের করে।
বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা রূপনগর থানার পরিদর্শক দীপক কুমার দাস আদালতে জানান, আবু সাঈদ আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকায় হাজির করা যায়নি।
বুধবার বিকেলে রূপনগর আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত সাত শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঘটনাস্থলে পাঁচজন, বুধবার রাতে ঢামেক হাসপাতালে শিশু নিহাদ ও পঙ্গু হাসপাতপালে চিকিৎসাধীন শিশু রিয়ার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
কেআই/একে