মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।
গত ১ নভেম্বর ঢাকার কাউন্সিলর মঞ্জুকে দুই মামলায় ১০ দিনের রিমান্ডে পাঠান আদালত।
চলমান শুদ্ধি অভিযানের অংশ হিসেবে গত ৩১ অক্টোবর দুপুরে নিজের কার্যালয় থেকে ময়নুল হক মঞ্জুকে আটক করে র্যাব-৩। এ সময় তার কার্যালয় থেকে দুটি আগ্নেয়াস্ত্র, মাদক ও নিষিদ্ধ ওষুধ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, কাউন্সিলর মঞ্জু চাঁদাবাজির মাধ্যমে কোটি কোটি টাকা অবৈধভাবে অর্জন করেছেন এবং সেসব অর্থ আমেরিকায় বসবাসরত পরিবারের কাছে হুন্ডির মাধ্যমে পাচার করেছেন। চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল মঞ্জুর আয়ের উৎস।
সেদিন রাতেই র্যাব বাদী হয়ে রাজধানীর ওয়ারী থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দুটি দায়ের করে।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
কেআই/জেডএস