সোমবার (০৯ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মুহাম্মদ খুররম শাহ মুরাদ ও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
পরে সৈয়দ সায়েদুল হক সুমন জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর উৎক্ষেপণ পরবর্তী কার্যক্রম চালনা, স্থল স্টেশন থেকে উপগ্রহকে নিয়ন্ত্রণ করা, বিপণন ও বিক্রয় সেবা ইত্যাদির জন্য কোম্পানিটি প্রতিষ্ঠা করা হয়। এর আগে এই প্রকল্পে কর্মরত ছিলেন প্রকল্পের সিভিল প্রকৌশলী রায়হানুল কবির, কাস্টমার সার্ভিস শাখার গাজী মো. নাজমুস সাকিব ও হিসাবরক্ষক তরফদার মোহাম্মদ রেজওয়ান। পরে তাদের বিদেশে প্রশিক্ষণও দেওয়া হয়। এর মধ্যে কোম্পানি গঠিত হলেও তাদের নিয়োগ না দিয়ে নতুন করে নভেম্বরে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়।
ওই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন তারা। আদালত নিয়োগ বিজ্ঞপ্তির সহকারী ব্যবস্থাপক গ্রাহক সেবা ও মনিটরিং অ্যান্ড কন্ট্রোলার অপারেটর নিয়োগের কার্যকারিতা এক মাসের জন্য স্থগিত করে রুল জারি করেন। রুলে তাদের নিয়োগ না দেওয়ার নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন আদালত।
ডাক ও টেলিযোগাযোগ সচিব, অর্থ সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনসহ (বিটিআরসি) সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে হবে বলে জানান ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
ইএস/এমএ