ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

নোয়াখালীতে দব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২০
নোয়াখালীতে দব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে দব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান চালানো হয়, ছবি: বাংলানিউজ

নোয়াখালী: নোয়াখালীতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে ২৪ প্রতিষ্ঠানকে দু’টি মামলায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী জেলা শহর মাইজদী বাজারসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পেঁয়াজসহ অন্যান্য দ্রব্যের দামের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ২৩টি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা ও চিংড়ি মাছে ভেজাল দেওয়ায় একটি মাছের আড়তকে আট হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযান পরিচালনা করেন নোয়াখালী সদর উপজেলার ভূমি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া। অভিযানে সুধারাম মডেল থানা পুলিশ সহযোগিতা করে।  

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।     

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২০
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।