ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

‘লকডাউনে’র বৈধতা নিয়ে রিট: আদেশ মঙ্গলবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, মে ২, ২০২১
‘লকডাউনে’র বৈধতা নিয়ে রিট: আদেশ মঙ্গলবার

ঢাকা: ‘লকডাউন’ দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটের ওপর আদেশের জন্য মঙ্গলবার (৪ মে) দিন রেখেছেন হাইকোর্ট।
 
রোববার (২ মে) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


 
এর আগে ২৫ এপ্রিল এ রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

জরুরি অবস্থা জারি করা ব্যতীত ‘লকডাউন’ দেওয়ার সুযোগ নেই উল্লেখ করে এ রিট আবেদন করা হয়েছে।

রিট আবেদনে চলমান ‘লকডাউনে’র ওপর স্থগিতাদেশ এবং আর যাতে ‘লকডাউন’ দেওয়া না হয়, সে জন্য নির্দেশনা চাওয়া হয়েছে।

আবেদনে মন্ত্রিপরিষদ সচিব ও জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটিকে বিবাদী করা হয়েছে।

ইউনুছ আলী আকন্দ জানান, জরুরি অবস্থা জারি করা ছাড়া জনগণের চলাফেরার অধিকার, আইনের আশ্রয় লাভের অধিকার সরকার স্থগিত রাখতে পারে না। এটা সংবিধানপরিপন্থি। কিন্তু সরকার জরুরি অবস্থা জারি ছাড়াই ‘লকডাউন’ দিয়েছে, যা সংবিধানের ২৭, ২৮, ৩১, ৩২, ৩৩, ৩৫ ও ৩৬ অনুচ্ছেদের পরিপন্থি।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মে ০২, ২০২১
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।