ঢাকা: সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে স্ত্রী ডা. জাহানারা এহসানের করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (৯ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ এ আদেশ দেন।
সিএমএম আদালতে ধানমন্ডি থানার নন-জিআর শাখার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক ফুয়াদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (৮ জানুয়ারি) জিডিটি তদন্তের অনুমতির জন্য আদালতে আবেদন জানান তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক রাজিব হাসান।
গত ৬ জানুয়ারি জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান ডা. মুরাদের স্ত্রী জাহানারা এহসান। পরে ধানমন্ডি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মুরাদ হাসান বাসা থেকে বেরিয়ে যান।
সেদিন বিকেলে স্বামীর বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন জাহানারা এহসান।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২২
কেআই/এএটি