ঢাকা: ২০১৫ সালে গাজীপুরের কালিয়াকৈরে কলেজ ছাত্র মাসুদ রানা (১৭) হত্যার দায়ে বিচারিক আদালতের রায়ে দুই আসামিকে দেওয়া মৃত্যুদণ্ডাদেশ কমিয়ে যাবজ্জীবন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (৩০ মার্চ) বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুনুর রশিদ, সহকারী অ্যাটর্নি জেনারেল জাহিদ আহম্মেদ হিরু।
২০১৫ সালের ২৬ সেপ্টেম্বর রাতে তাস খেলাকে কেন্দ্র করে মাসুদকে তারই দুই বন্ধু মো. পারভেজ ও অমিত হাসান কাঁচি দিয়ে উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করে। পর দিন ২৭ সেপ্টেম্বর সকালে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহত মাসুদের বাবা ছেলেকে মৃত্যু সংবাদ শোনেন। পরে এলাকাবাসীর সহায়তায় পুলিশ মো. পারভেজ ও অমিত হাসানকে আটক করে। এ ঘটনায় ওই দিনই নিহতের বাবা মো. নুরুল ইসলাম নবী বাদী হয়ে মামলা করেন।
মামলার বিচার শেষে ২০১৬ সালের ১৫ জুন গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক আসামিদের মৃত্যুদণ্ডের রায় দেন।
এ রায়ের পর মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পাশাপাশি জেল আপিল করেন আসামিরা।
পরে সহকারী অ্যাটর্নি জেনারেল জাহিদ আহমেদ হিরো জানান, বয়স বিবেচনায় দুই আসামির সাজা কমানো হয়েছে ।
বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০২২
ইএস/জেআইএম