ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সিলেটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, মে ২৫, ২০২২
সিলেটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

সিলেট: গৃহবধূ আকলিমা বেগম হত্যা মামলায় নিহতের স্বামী সেবুল মিয়ার (২২) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৫ মে) দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিজানুর রহমান ভূঁইয়া এ রায় দেন।

রায়ে দণ্ডপ্রাপ্ত সেবুলকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সেবুল সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাদেপাশা কুলুমছড়ার পাড়ের ফারুক আহমদের ছেলে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।

আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১৯ মার্চ সকালে ভাত দিতে দেরি করায় স্ত্রীকে ধাওয়া করে বাড়ির পার্শ্ববর্তী স্থানে নিয়ে মাথায় সাবল দিয়ে আঘাত করে সেবুল। এতে ঘটনাস্থলেই মারা যান তার স্ত্রী আকলিমা বেগম (২০)। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

এ ঘটনায় ওইদিন রাতে গোয়াইনঘাট থানায় মেয়ের হত্যায় জামাতাকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন নিহতের বাবা জৈন উদ্দিন।

তদন্ত শেষে একই বছরের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র (নং-৬৬) দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান।

মামলাটি অত্র আদালতে ১১৬৮/১৩ মূলে রেকর্ডের পর ২০১৪ সালের ২৯ জানুয়ারি একমাত্র আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারকার্য শুরু হয়। মামলায় ১৪ জন সাক্ষীর ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আদালতের এপিপি এসএম পারভিন বেগম এবং আসামির নিযুক্ত আইনজীবী না থাকায় রাষ্ট্রকর্তৃক নিযুক্ত ছিলেন আইনজীবী ফারজানা আহমদ চৌধুরী।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, মে ২৫, ২০২২
এনইউ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।