ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সাবেক বিচারকরা নিম্ন আদালতে ওকালতি করতে পারবেন না

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, জুন ২৩, ২০২২
সাবেক বিচারকরা নিম্ন আদালতে ওকালতি করতে পারবেন না

ঢাকা: ১০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সাবেক বিচারকগণ (জজ) অধস্তন আদালতে আইন পেশা পরিচালনা করতে পারবেন না, বার কাউন্সিলের এমন বিধান বহাল রেখেছেন আপিল বিভাগ।

সাবেক বিচারকদের করা রায় পুনর্বিবেচনার আবেদ খারিজ করে বৃহস্পতিবার (২৩ জুন) এ আদেশ দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।

আদালতে রিভিউ আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। বার কাউন্সিলের পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী।    

পরে মেহেদী হাছান চৌধুরী জানান, ১৯৯৮ সালের ১২ মার্চ বার কাউন্সিলের অর্ডার সংশোধন করা হয়। সেই সংশোধনী অনুসারে ১০ বছর অভিজ্ঞতা সম্পন্ন অধস্তন আদালতের কোনো সাবেক বিচারক একই আদালতে আইন পেশা পরিচালনা করতে পারবেন না। তারা কেবল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ওকালতি পরিচালনা করতে পারবেন।

এমন বিধান চ্যালেঞ্জ করে সাবেক বিচারকগণ হাইকোর্টে পৃথক রিট করেন। পরে হাইকোর্ট বিভাগ এ বিধান বাতিল করে রায় দেন।

হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে বার কাউন্সিল। ২০১৭ সালে আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের রায় বাতিল করে দেন। ফলে বার কাউন্সিলের বিধান বহাল হয়ে যায়।

পরে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে সাবেক বিচারকগণ আবেদন করেন। যেটি বৃহস্পতিবার খারিজ হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা,জুন ২৩,২০২২
ইএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।