টাঙ্গাইল: ধর্ষণ মামলায় টাঙ্গাইলে মো. রবিন মিয়া (২৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলা থেকে দীপ্তি আক্তার নামে অভিযুক্ত এক নারীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
রোববার (৭ আগস্ট) সকালের দিকে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত রবিন জেলার সখীপুর উপজেলা সদরের গজারচালা এলাকার শাহজাহান মিয়ার ছেলে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মোহাম্মদ আব্দুল কদ্দুস বাংলানিউজকে জানান, ২০১৬ সালের ০৭ জুলাই সখীপুরের একটি মাদরাসার দশম শ্রেণির এক ছাত্রীকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন রবিন। ওইদিনই ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে সখীপুর থানায় পাঁচ জনকে আসামি করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ০১ সেপ্টেম্বর রবিন ও দীপ্তির নামে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) জমা দেয়। রায় ঘোষণার সময় দণ্ডিত রবিন আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২২
এসআরএস