ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন বাদী, খাটতে হচ্ছে জেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, আগস্ট ৮, ২০২২
মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন বাদী, খাটতে হচ্ছে জেল

মেহেরপুর: প্রতিপক্ষকে হয়রানি করতে মিথ্যা মামলা দায়ের করে ফেঁসে গেছেন মো. হিফজ উদ্দিন নামে এক ব্যক্তি। এ অপরাধে বাদীকে সাতদিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সেই সঙ্গে তাকে হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৭ আগস্ট) মেহেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ্ এ রায় দেন।

মেহেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বেঞ্চ সহকারী মোছা. শেফালী খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, প্রতিপক্ষের লোকজনকে হয়রানি করতে তাদের নামে মারধর, প্রাণনাশের হুমকিসহ কয়েকটি অভিযোগ এনে মো. হিফজ উদ্দিন একটি ফৌজদারি মামলা করেছিলেন। কিন্তু বিচার শেষে আদালতের কাছে স্পষ্ট হয় যে বাদীর অভিযোগ মিথ্যা ও হয়রানিমূলক। ফলে আদালত আসামিদের খালাস দিয়ে বাদীকেই জেল-জরিমানা করেন।  

আদালত তার আদেশে বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হলেও বাদী কিংবা তার কোনো একজন সাক্ষীও আদালতে এমন কোনো সাক্ষ্য দেননি। এমনকি বাদী নিজেও বলেছেন যে দুই-তিন নম্বর আসামি ঘটনাস্থলেই ছিলেন না। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।  

ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারা অনুযায়ী মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করায় বাদীকে সাজা দিয়ে কারাগারে পাঠান আদালত।  

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।