ঢাকা: জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকারের জারি করা প্রজ্ঞাপন কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন রুল জারি করেছেন হাইকোর্ট।
জনস্বার্থে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
জ্বালানি সচিব, উপ সচিব ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন- বিইআরসির চেয়ারম্যান, মন্ত্রী পরিষদ সচিব, আইন সচিব ও রাষ্ট্রপতি কার্যালয়ের সচিবকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।
এ সময় আদালতে উপস্থিত আইনজীবী জ্যোর্তিময় বড়ুয়াও শুনানি করেন।
আবেদনে বলা হয়েছে, যৌক্তিক কারণ ছাড়াই অবৈধভাবে জ্বালানি তেলের মূল্য বাড়ানোর যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তাতে আইনের লঙ্ঘন হয়েছে। এই আকস্মিক মূল্য বৃদ্ধি মানুষের দৈনন্দিন ও পারিবারিক জীবনে অস্থিতিশীলতা তৈরি করবে।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২২
ইএস