ঢাকা: পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় করা মামলায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেনসহ ২২ জনকে ৬ সপ্তাহের জামিন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (৭ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও মাহবুবুর রহমান খান।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া।
জামিনপ্রাপ্তরা হলেন- মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সহ সভাপতি আতাউর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহেমেদসহ ২২ জন।
গত ১ সেপ্টেম্বর রাতে সংঘর্ষের নিহত হয় যুবদল কর্মী শাওন। পরে সংঘর্ষের ঘটনায় শুক্রবার (২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পুলিশের উপ পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানসহ ৭১ জনের নামোল্লেখ করে ৫ হাজার নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
মামলায় আসামিরা হলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ, বিএনপির সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি সাখাওয়াত হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর সবুর খান সেন্টু, সহ সভাপতি আতাউর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, বিএনপি ছাত্রদল ও যুবদল নেতাদের মধ্যে জেলা ও মহানগরের মো. আব্দুস সাত্তার, মো. মজিবুর রহমান, রঞ্জন কুমার দেবনাথ, রাজিব, মো. জনি , মো. বাদল, মো. আবুল কালাম ভূঁইয়া, রিমন, ইমন, মো. সোহাগ, সায়েদ আহম্মেদ, মাসুদ রানা, আমিনুল ইসলাম মিঠু, মাকিদ মোস্তাকিম শিপলু, সাইফুল ইসলাম বিপব, শরিফ হোসেন মানিক, নয়ন, রুবেল, সোহেল, মন্টু মেম্বার, জুয়েল আরমান, মুরাদ হাসান, স্বপন চৌধুরী, একরামুল কবির মামুন, আনিছ, জামাল কাজী, মো. সালু ওরফে বেল্ট সালু, ইকবাল ওরফে খেপা ইকবাল, রতন, সোহান, জাহাঙ্গীর, আরিফ, ওমর আলী, রাজ্জাক, সালাহউদ্দিন, রাজু আহম্মেদ রমজান, মোস্তফা কামাল, জুয়েল রানা, আকবর, আবুল হোসেন, হাসান আহম্মেদ, মাজহারুল ইসলাম জোসেফ, রফিকুল ইসলাম, জাকির, রাসেল ওরফে ভাগিনা রাসেল, মাহমুদ হোসেন কাজল, কানা আক্তার, আবুল সর্দ্দার, সাজু, লিংরাজ খান, লিংকন খান, সনেট, জিয়া উদ্দিন জিয়া, রয়েল, মো. ফয়জুল্লাহ সজল, রশিদ, মুছা, ফারুক, রুবেল ও শফিকুল।
আরও পড়ুন>>> না.গঞ্জে বিএনপির ৫ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২২
ইএস/এএটি