ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আইন ও আদালত

গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২২
গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে মোসাব্বের হোসেন সুমন হাওলাদার (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩ অক্টোবর) দুপুরে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল আদালত-১ এর বিচারক কে এম শহিদ আহম্মেদ এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত সুমন সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর মণ্ডল পাড়ার টিপু হাওলাদারের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, বিয়ের পর থেকে স্ত্রী রোজিনার পরিবারের কাছ থেকে দুই লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন সুমন। কিন্তু যৌতুক না পেয়ে ২০১৭ সালের ২৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রোজিনাকে হত্যা করে মরদেহ বাড়ির পাশের সুখনগর খালে ফেলে দেন।

এ ব্যাপারে রোজিনার মা রেজিয়া বেওয়া বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।  

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) গুলশান আরা মুনমুন বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে দোষী সাব্যস্ত হওয়ায় সোমবার এ রায় দেন বিচারক।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।