আমাদের অনেকেরই চোখের কোলে গাঢ় কালো দাগ রয়েছে। যা প্রায়ই আমাদের অস্বস্তিতে রাখে।
টমেটো পেস্ট: অর্ধেক টমেটো পেস্ট, লেবুর রস, ময়দা এবং হলুদ আধা চামচ করে নিয়ে পেস্ট করুন। চোখের চারপাশে এই পেস্ট মেখে ১৫ মিনিটের জন্য রাখুন। ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে নিন।
সপ্তাহে দুইবার এটি ব্যবহার করুন চোখের চারপাশের ত্বক উজ্জ্বল হবে।
আলুর রস: একটি আলু গ্রেট করে রস বের করে নিন। তুলার বল দিয়ে এটা চোখের চারপাশে মেখে ১০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ময়দা এবং অলিভ ওয়েল: দুই চা চামচ ময়দায় আধা চা চামচ অলিভ ওয়েল দিয়ে পেস্ট তৈরি করুন। এবার ত্বকে এই পেস্ট লাগিয়ে ৩০ মিনিট রাখুন। সবশেষে গোলাপ জল দিয়ে ধুয়ে ফেলুন।
বন্ধুরা মাত্র তিন বার প্রতিটি পেস্ট মাখুন। এতেই আপনার চোখের চার পাশের কালো দাগ হালকা হতে শুরু করবে। আর নিয়মিত ব্যবহারে এই কালো দাগ ত্বক থেকে অতীত হয়ে যাবে।