ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

মেকআপ যুদ্ধে ৭ প্রতিযোগী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, মে ১৩, ২০১৮
মেকআপ যুদ্ধে ৭ প্রতিযোগী মঞ্চে প্রতিযোগী ও অতিথিরা/ছবি- শাকিল

ঢাকা: জমে উঠেছে ‘ব্যাটল উইথ ব্রাশ' এর গ্র্যান্ড ফিনালে। শো-তে বর্তমানে সাতজন আর্টিস্ট সাজাচ্ছেন সাতজন মডেলকে। মাত্র ৫ মিনিটের যুদ্ধে সাজাবেন তারা।

স্পর্শা মীম, মেরিল, ফারিহা, লাবনী, লামিয়া, ইফতি ও রীতাকে সাজাচ্ছেন সাতজন আর্টিস্ট।

ব্যাটল উইথ ব্রাশ: গ্রান্ড ফিনালের জমকালো আয়োজন

গুলশানের খাজানার গার্ডেনিয়া ব্যানকুয়েট হলে রোববার (১৩ মে) বিকেলে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালের উপস্থাপনায় রয়েছেন আজরা মাহমুদ।

অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ওমেন্স ওয়ার্ল্ডের সিইও ফারনাজ আলম, বাংলানিউজের লাইফস্টাইল এডিটর শারমীনা ইসলাম প্রমুখ।

ধাপে ধাপে হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে মেকআপ আর্টিস্ট হান্ট রিয়েলিটি শো ‘ব্যাটল উইথ ব্রাশ’ খুঁজে পেয়েছে সেরা সাত প্রতিযোগীকে। তাদের মধ্যে সেরা একজনকে বেছে নিতে এই আয়োজন।

সেরা সাতে রয়েছেন- নুসরাত জাহান, সেগুফতা আজমী, আনফিসা ওয়ামিক, সানজিদা খন্দকার, মাইশা ওয়াজেদ প্রাপ্তি, নিসা হাই ও মারিয়া তুজ সাদিয়া।

সেরার মুকুট জিতে নিয়ে কে চলে আসেন মেকআপের দুনিয়ায় আলো ছড়াতে এবার ‍তাই দেখার অপেক্ষা।

আয়োজনে উপস্থিত হয়েছেন নৃত্যশিল্পী মুনমুন আহমেদ, বিশিষ্ট কোরিওগ্রাফার আজরা মাহমুদ, ব্লগার রাবা খান প্রমুখ।

জনপ্রিয় সংবাদমাধ্যম বাংলানিউজটোয়েন্টিফোর.কম ও দেশ সেরা সৌন্দর্য সেবা প্রতিষ্ঠান ওমেন্স ওয়ার্ল্ড মেকআপ আর্টিস্টদের খুঁজে বের করতে যৌথভাবে আয়োজন করেছে এই রিয়েলিটি শো।  

সেরা ১৫ থেকে শেষ সাতে আসতে সুদূর মিশর থেকে চীনের নারীদের সাজ মাত্র ৪০ মিনিটে সাজিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন প্রতিযোগীরা।  

প্রথম বিজয়ীকে দেওয়া হবে নগদ এক লাখ টাকা, ওমেন্স ওয়ার্ল্ড ও মিডিয়ার সঙ্গে এক বছর কাজের চুক্তি। অন্যদের জন্যও রয়েছে আকর্ষণীয় পুরস্কার।
 
এই আয়োজনের টিভি পার্টনার নিউজটোয়েন্টিফোর, হসপিটালিটি পার্টনার খাজানা, সহযোগিতায় আমিন জুয়েলার্স, ইভেন্ট ম্যানেজমেন্ট রাউন্ড দ্য ক্লক।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, মে ১৩, ২০১৮
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।