ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

লন্ডন

লন্ডনে কোকোর গায়েবানা জানাজা অনুষ্ঠিত

সৈয়দ আনাস পাশা, লন্ডন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
লন্ডনে কোকোর গায়েবানা জানাজা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লন্ডন:  লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সদ্যপ্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।



শনিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মালেয়শিয়ায় ইন্তেকাল করেন আরাফাত রহমান কোকো। এ কারণে যুক্তরাজ্য বিএনপি এ গায়েবানা জানাজার আয়োজন করে।

রোববার (২৫ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল তিনটা চল্লিশ মিনিটে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে হাফিজ মওলানা ছাদিকুর রহমানের ইমামতিতে এ জানাজা অনুষ্ঠিত হয়।

এতে টাওয়ার হ্যামলটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মহিদুর রহমান, খালেদা জিয়ার সাবেক প্রেস সেক্রেটারি মুশফিকুল ফজল আনসারী, তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম, যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

জানাজা শুরুর আগে তারেক এক সংক্ষিপ্ত বক্তব্যে ছোট ভাইয়ের আত্মার মাগফেরাতের জন্য দোয়া কামনা করে বলেন, কোকোর আকস্মিক মৃত্যুতে আমার মা মানসিকভাবে বিপর্যস্থ। তিনি অসুস্থ হয়ে পড়েছেন। শিগগিরই যেন তিনি এ মানসিক ধকল কাটিয়ে উঠতে পারেন, এ দোয়া চেয়েছেন প্রবাসী ও দেশবাসীর কাছে।

ভিসা জটিলতার কারণে মালেয়শিয়া যেতে না পারায় এ গায়েবানা জানাজায় অংশ নিয়েই ভাইয়ের জন্য দোয়া চাইলেন তারেক।

এ গায়েবানা জানাজায় তারেক উপস্থিত থাকবেন কিনা সে বিষয়ে এর আগে যুক্তরাজ্য বিএনপি নেতারা হ্যাঁ বা না কিছুই বলেননি।

তারা শুধু বলেন, গায়েবানা জানাজায় অংশ নিতে যুক্তরাজ্য বিএনপি’র বিভিন্ন শহরের শাখা কমিটিগুলোকে বার্তা পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০১১১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লন্ডন এর সর্বশেষ